Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ উপকূলের ৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১০:১৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১৪:৫৩

ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলের নয়টি জেলায় বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি তৈরি হলেও বৃষ্টির কারণে রাজধানীর বায়ুদূষণ কিছুটা কমে এসেছে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাব আরও কিছুদিন থাকতে পারে। ফলে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

এক বাটি পপকর্ন আর এক গাল হাসি
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর