Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে ঢাকার বায়ুমানের উন্নতি, শীর্ষে কায়রো

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১০:২৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১০:৩৫

ঢাকা: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমান কিছুটা উন্নতি হয়েছে। ফলে বায়ুদূষণের বৈশ্বিক সূচকে ঢাকার অবস্থান অনেকটা নিচে নেমে এসেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) জানায়, ঢাকা এখন তালিকার ২৫তম স্থানে রয়েছে।

অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে উঠেছে মিশরের রাজধানী কায়রো। শহরটির দূষণ স্কোর ৩৫০—যা ‘বিপজ্জনক’ পর্যায়ে ধরা হয়। দ্বিতীয় স্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৫৩, যা ‘অস্বাস্থ্যকর’। পাকিস্তানের লাহোর রয়েছে তৃতীয় স্থানে, এর দূষণ স্কোর ১৫২।

ঢাকার দূষণ স্কোর এখন ৬৬, যা ‘মাঝারি বা সহনীয়’ মানের বায়ু হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকে ঢাকায় হওয়া বৃষ্টির কারণে বাতাসে ভাসমান ধুলা-কণার মাত্রা কমে গিয়ে বায়ুমান উন্নত হয়েছে।

বিজ্ঞাপন

আইকিউএয়ার সূচক অনুযায়ী—

০–৫০ স্কোর: ভালো
৫১–১০০ স্কোর: মাঝারি
১০১–১৫০ স্কোর: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০ স্কোর: অস্বাস্থ্যকর
২০১–৩০০ স্কোর: খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর বেশি: বিপজ্জনক

সারাবাংলা/এফএন/এনজে

বায়ুমান

বিজ্ঞাপন

খুলনায় ছেলের হাতে বাবা খুন
৩ অক্টোবর ২০২৫ ০৯:০৭

আরো

সম্পর্কিত খবর