ঢাকা: অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ এক বছর।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ায় সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সত্যজিৎ দত্ত। সহ-সভাপতি হয়েছেন ডা. মাহবুবা খানম মুক্তা, ডা. সাজিদুল ইসলাম ও ডা. নাহিদ সাইমা। সাধারণ সম্পাদক ডা. রুমানা আফরোজ, কোষাধ্যক্ষ ডা. সুরঞ্জনা জে রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. রিয়াদ হাসান, শিক্ষা সম্পাদক ডা. সামিয়া আরেফিন, ওয়েলবিয়িং সম্পাদক জন মার্টিন, প্রকাশনা সম্পাদক: ডা. জুবায়ের আখতার, বৈজ্ঞানিক সম্পাদক ডা. মো. মকররম হাসান ও সাংস্কৃতিক সম্পাদক ডা. আলীশা রোমানা।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- ডা. সাইদ ফারাবি, ডা. ময়নুল হক, ডা. রাহেনা আক্তার, হালিমু শান, ডা. অরূপ ভৌমিক, ডা. পীযুষ সরকার, হিমেল রশিদ, রাসেল ইসলাম, অনিন্দিতা অঊশী, আরিফা ফেরদৌস, ডা. তাহিতি তাবাসসুম ও ডা. তমালিকা তমন্না।
নতুন সভাপতি হয়ে ডা. সত্যজিৎ দত্ত বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণ ও উন্নয়নে এই কমিটি কাজ করবে। তিনি ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরামের নবগঠিত কমিটি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণায় ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।