Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূল অতিক্রম করছে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১১:২৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৭

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত। ছবি: সারাবংলা

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি বর্তমানে ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করছে। ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে, চলমান বৃষ্টি আরও আট থেকে ১০ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও বরিশাল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া, দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে, ৬৯ মিলিমিটার। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হলেও ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চলমান বৃষ্টির কারণে নগরজীবন ব্যাহত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর