ঢাকা: অন্তবর্তী সরকারের ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করার দাবি জানিয়ে ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এসএম সরওয়ার বলেছেন, ‘সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে দেশ চরম ক্ষতির সম্মুখীন হবে। দেশ ও জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সরওয়ার বলেন, ‘২৪ এর আড়ালে একাত্তরের চেতনাকে অস্বীকার করা যাবে না। ২৪ এবং ৭১ একই চেতনার নাম। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে গিয়েই ৭১ এবং ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। আমরা সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ চাই। যে বাংলাদেশ সবার কথা বলবে। সবার অধিকার রক্ষা করবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’
সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. সরওয়ার বলেন, ‘রাষ্ট্রের যেকোনো বিষয়ে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি আট বিভাগে আট দিনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
সংলাপে আরও বক্তব্য দেন, মুসলীম লীগের মহাসচিব আবুল খায়ের, গণ-আজাদী লীগের সভাপতি আতাউল্লাহ খান, জাসদ (শাহজাহান সিরাজ) সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ লেবার পার্টির (একাংশের) চেয়ারম্যান হামদুল্লাহ মেহেদী, বিজেপির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা, ইসলামী সমন্বয় পরিষদের নেতা এমডি আবু আহাদ আল মামুন, এসএম আবু তাহের, কবি ইসমাইল হোসেন জনি, তানভীর হাসান, ডা. ফুয়াদ হাসান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিএম রাশেদ।