Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৪:৪৬

রংপুর চেম্বার ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন।

রংপুর: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি অভিযোগ করে বলেন, ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। স্বৈরাচারী পতিত হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনার স্বপ্নতরী তিস্তার তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল। আমরা আর আশাহত হতে চাই না।’

অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবি জানিয়ে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে আসাদুল হাবীব দুলু জানান, ৫ অক্টোবর তিস্তা সংশ্লিষ্ট রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে পদযাত্রার পর সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান, ৯ অক্টোবর ৫ জেলায় গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর ও তিস্তাপাড়ে মশাল প্রজ্বলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ বিএনপির অন্যান্য নেতারা।

সারাবাংলা/এসডব্লিউ

তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর