Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৩

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ। ছবি: সারাবাংলা

ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফিলিস্তিনের নারী ও শিশুরা ইসরায়েলি গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আজকে সারা দুনিয়া ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার এই দখলদার বাহিনী ত্রাণবাহী জাহাজে নৃসংশভাবে হামলা চালিয়েছে। পাঁচ শতাধিক মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিশ্বের মোড়ল খ্যাত দেশটি ছোট ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে। এই হোলি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (৩ অক্টোবর) জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজায় ত্রাণবাহী জাহাজে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘মুসলিম জাতি শহিদ হতে জানে। পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহিদের রক্ত পেরিয়ে ফিলিস্তিন স্বাধীন হবে। কোনো পরাশক্তি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে নস্যাত করতে পারবে না। আমরা আহ্বান জানাই অবিলম্বে গণহত্যা বন্ধ করুন। নারী-শিশু হত্যা বন্ধ করুন। ফিলিস্তিনের যে অঞ্চল ইসরায়েলি বাহিনী দখল করেছে সেই অঞ্চলকে অবিলম্বে মুক্ত ঘোষণা করুন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ। ছবি: সারাবাংলা

তিনি বলেন, ‘ইসরায়লের গণহত্যাকারী নেতানিয়াহুকে ইতোমধ্যে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ফিলিস্তিন যতদিন স্বাধীন না হবে ততদিন আমরা তাদের পাশে থাকব। আমরা বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মিছিলপূর্ব এই সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জাতিসংঘের আদালত ইতোমধ্যে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে। আমরা জানতে চাই যুদ্ধাপরাধী হয়ে সে কিভাবে বিভিন্ন দেশ সফর করতে পারে। আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে, ফিলিস্তিনিদের সঙ্গে আমরা আছি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ ইসরায়েল তাতে কর্ণপাত না করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। আসুন আমরা মানবতার জন্যে এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্যে সংগ্রাম অব্যাহত রাখি।’

পরে কয়েক হাজার মানুষের একটি মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই

গ্রেফতার নেতানিয়াহু বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

গাছ নিধনে চর বনায়ন ধ্বংস
৩ অক্টোবর ২০২৫ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর