নোয়াখালী: নোয়াখালীতে বিশ্ব হাসি দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন-এর আর্থিক সহযোগিতায় সামাজিক সংস্থা শিশুর হাসি ও গুড হিল হাসপাতালের সার্বিক আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন গুড হিল হাসপাতালের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। পরে র্যালিটি সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল রোডের মাথায় গিয়ে শেষ হয়।
পরবর্তীতে হাসপাতালের ৫ম তলায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম এ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাঃ সৈয়দ কামরুল হাসান ও ডাঃ কর্নজিৎ মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশুর হাসি সামাজিক সংস্থার কর্মকর্তা, গুড হিল হাসপাতালের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজারসহ জেলার অন্যান্য চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচকরা বলেন, হাসি হলো সুস্থ জীবনের শক্তি। মানসিক চাপ কমাতে ও শরীর সুস্থ রাখতে হাসির বিকল্প নেই। কিন্তু জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুরা সুন্দরভাবে হাসতে পারে না। বিনামূল্যে অপারেশনের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে।
শিশুর হাসি সামাজিক সংস্থার নোয়াখালী জেলা ফিল্ড সুপারভাইজার মোঃ ওসমান গণি অন্তর জানান, ২০১৭ সাল থেকে তারা জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে আসছেন। এ পর্যন্ত এক হাজারেরও রোগীকে অপারেশন করা হয়েছে। পাশাপাশি, কুসংস্কার দূরীকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।