Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৯:০৮ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২০:২২

প্রতীকী ছবি

বরিশাল: ‎ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস করতেন। তিনি ভিক্ষা করে জীবনযাপন করতেন। শুক্রবার দুপুরে প্রতিবেশীরা তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে দরজা দিয়ে তাকিয়ে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়।

‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার আপনজন বলতে তেমন কেউ নেই। তিনি একাই বসবাস করতেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিজি

অর্ধগলিত মরদেহ