Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বেহাল রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২০:০৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২০:৪৮

রাস্তা সংস্কারের কাজ করছেন বিএনপি নেতা নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরের বেনীপুর থেকে বেগুনবাড়ি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ পাকা সংযোগ সড়কটি এখন যেন দুর্ভোগের প্রতীক। খানাখন্দে ভরা এই সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজারো মানুষ।

১০ গ্রামের প্রায় সাত হাজার মানুষের যাতায়াতের একমাত্র প্রধান পথ এটি। এই রাস্তা দিয়েই পার্শ্ববর্তী উপজেলা পোরশা ও সাপাহারে সহজে যাওয়া যায়। দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি সংস্কার না হওয়ায় পুরো রাস্তার অধিকাংশ জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। উঠে গেছে পিচঢালা অংশের মাটিও। ফলে প্রতিদিনের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। যানবাহন চলাচলও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। বাধ্য হয়ে অনেকেই বিকল্প পথ ব্যবহার করছেন।

বিজ্ঞাপন

এলাকাবাসীরা বলছেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেও সমস্যা সমাধান হয়নি। অবশেষে এই দুর্ভোগের দৃশ্য দেখে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম। তিনি রাস্তার খানাখন্দগুলো ইট দিয়ে ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলেছেন। এর মাধ্যমে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ওই রাস্তা দিয়ে চলাচলকারী ভ্যানচালক আব্দুস সাত্তার বলেন, ‘এই রাস্তায় মানুষ যেতে চায় না। অনেক সময় লাগে। ভ্যানেরও অনেক ক্ষতি হয়। বল বিয়ারিং ভেঙ্গে যায়। যাত্রীরা বিরক্ত হয়। তারপরেও যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। আর আমাদের এই কষ্টের কথা জানতে পেরে নিজ উদ্যোগে বিএনপির এই নেতা রাস্তাটি ইট দিয়ে সংস্কার করে দিচ্ছেন। সত্যিই তার কাছে আমরা কৃতজ্ঞ।’

পথচারী রবিউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। নুরুল ইসলামের মতো এই নেতা আমাদের ১০ গ্রামের মানুষের কষ্টের কথা বিবেচনা করে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট বিছিয়ে ব্যক্তি উদ্যোগে এই রাস্তা সংস্কার করে দিলেন। সত্যিই তিনি একজন ভালো মানুষ। তাই এতো বড় মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন।

নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে কয়েকদিন আগে এই এলাকায় এসেছিলাম। তখন আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয়েছিল কিভাবে এলাকার মানুষেরা চলাচল করে। তাদের তো কষ্টের শেষ নেই। আর এই রাস্তা দিয়ে হাজারো মানুষের যাতায়াত করে থাকে প্রতিদিন। তাদের কষ্ট দেখে মনে হয়েছে আমার কিছু একটা করা দরকার। তাই নিজের উদ্যোগে ইট দিয়ে খানাখন্দগুলো ভরাট করছি। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল আর থাকবে। আর তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমিও জনগণের সেবায় এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরো বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ শিশু স্কুল-কলেজের শিক্ষার্থী চলাচল করে। রাস্তাটি সংস্কারের ফলে মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি আসবে।

সারাবাংলা/জিজি

নওগাঁ বিএনপি নেতা রাস্তা সংস্কার