Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২০:৩১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২২:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের পর আজ শুক্রবার (৩ অক্টোবর) রাতে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুলকে বহনকারী বিমানটি রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তিনি আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সঙ্গে অংশগ্রহণ শেষে দলের মহাসচিব দেশে ফেরার পথে রয়েছেন।

উল্লেখ্য, এই সফরের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তার সফরসঙ্গী হিসেবে সেখানে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন প্রক্রিয়া ও জনগণের মৌলিক অধিকার বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।

দেশে ফেরার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল বিএনপির বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এসএস

দেশে ফিরছেন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র রাতে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর