Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জিডি করলেন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২১:৩৩

সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: নাম ভাঙিয়ে চাঁদা দাবি করার ঘটনায় চাঁদাবাজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি‘র কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর থানায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ সাধারণ ডায়েরি করেন সুলতান সালাউদ্দিন টুকু।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বারে বিদেশি একটি নাম্বার থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে চাঁদা দাবি করেন। বিষয়টি তার নজরে এলে তিনি ওই চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় লিখিত আবেদন করেন। একই ঘটনায় জালাল উদ্দীনও একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘বিষয় আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। বিদেশি একটি নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে ‘

ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতের দিকে সুলতান সালাউদ্দিন টুকু’র আত্নীয়র ক্ষতি করেছি এমন কথা জানিয়ে চাঁদা দাবি করে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে এবং সাংবাদিক সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেয় ওই ব্যক্তি। পরে বিষয়টি টুকু ভাইকে অবহিত করলে তিনি আমাকে সাহস যুগিয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে আইনের আশ্রয় নিতে বলেন। পরে আমি থানায় সাধারণ ডায়েরি করি।’

এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা গ্রহণ করে আসছি। টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাচ্ছি। আমার প্রতিটা বক্তব্যে চাঁদাবাজিসহ অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে চাপে রাখি। ধারণা করছি, এসব কারণে একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/জিজি

চাঁদাবাজি জিডি সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর