Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদ শ্রমিক সংগঠনের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২১:৫৬ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২৩:১৫

শ্রমিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ।

ঢাকা: গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বহনকারী ‘সুমুদ ফ্লোটিলা’ অভিযান ব্যাহত করে মানবাধিকার কর্মীদের আটকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং আটক সকল মানবাধিকার কর্মীর মুক্তির দাবি জানান।

সমাবেশের আয়োজন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা একাত্ম হয়ে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আন্তর্জাতিক মহলের নির্লিপ্ত ভূমিকার সমালোচনা করেন।

বিজ্ঞাপন

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, ‘গাজা আজ মানব হত্যাকেন্দ্রে রূপ নিয়েছে। সেখানে ২২ লাখ মানুষের মধ্যে ৩ লাখ মানুষ ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। জাতিসংঘ বলছে, একজন মানুষের দৈনন্দিন খাবারের প্রয়োজনীয়তার মাত্র ২৬ শতাংশ খাবার তারা পাচ্ছে। গত দুই বছর ধরেই এ অবস্থা চলছে।’

তিনি জানান, খাদ্য, পানি ও ওষুধ নিয়ে মানবিক সহায়তার উদ্দেশ্যে এগিয়ে যাওয়া ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে ইতোমধ্যে ৪৩টি ইসরায়েল আটক করেছে। জাহাজে থাকা প্রায় ৫০০ মানবাধিকার কর্মীর মধ্যে ৪৫০ জনকে আটক করা হয়েছে।

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশসহ ৪৪টি দেশের ৫০০ মানবাধিকার কর্মী আন্তর্জাতিক আইন মেনে সুমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নেন। কিন্তু ইসরায়েল সেই অভিযানে অংশগ্রহণকারী জাহাজগুলোকে জোরপূর্বক থামিয়ে কর্মীদের আটক করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’

তিনি উল্লেখ করেন, ‘ফ্লোটিলায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহিদুল আলম অংশগ্রহণ করেন। এই অভিযান ছিল গাজার জনগণের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শহিদুল আলমসহ সকল কর্মীর অবিলম্বে মুক্তি দাবি করি।’

তিনি আরও বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন যেখানেই ঘটুক না কেন, শ্রমিক সংগঠন হিসেবে আমরা প্রতিবাদ জানাতে রাস্তায় থাকবো। ইতালির ডগ শ্রমিকরা যেমন ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধ করে দিয়েছে, আমরাও সেই পথেই চলবো।’

বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আকতার চৌধুরী বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে, তার পেছনে শুধু ইসরায়েলই নয়, মার্কিন সাম্রাজ্যবাদীরাও দায়ী। তাদেরকে এই সহিংসতার দায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শহিদুল আলমসহ যেসব মানবাধিকার কর্মী গাজার মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন, তাদের আটক করে ইসরায়েল মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। যদি তাদের মুক্তি না দেওয়া হয়, বাংলাদেশ থেকে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।’

অনুষ্ঠানে উপস্থিত নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে চরম দায়বদ্ধতা বলে উল্লেখ করেন। তারা বলেন, ‘কলোম্বিয়ার এক নাগরিককে আটকের পর দেশটি ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং সব দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে। বাংলাদেশ সরকারকেও একইরকম দৃঢ়তা দেখাতে হবে।’

তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন আন্তর্জাতিক মহলের সঙ্গে কাঁধ মিলিয়ে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বাংলাদেশের নাগরিক শহিদুল আলমসহ সকল মানবাধিকার কর্মীর মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করে।

তারা আরও বলেন, ‘গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের শ্রমিক সমাজ আজ আর চুপ করে নেই। শহিদুল আলমসহ বিশ্বমানবতার পক্ষের কর্মীদের প্রতি অবিচারের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছে, সংহতির বার্তা দিয়েছে, এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। গাজা ইস্যু এখন আর শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবিকতার পরীক্ষাকেন্দ্র।’

সমাবেশে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আকতার চৌধুরী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক
ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সিকান্দার আলি মিনা, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য অ্যাড. তৈয়বুর রহমান ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল।

সারাবাংলা/এফএন/এইচআই

আটক ইসরায়েল গণহত্যা গাঁজা শ্রমিক সংগঠন সুমুদ ফ্লোটিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর