Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন জিয়াউর রহমান’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২৩:২৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সেই ধারা খালেদা জিয়া তার শাসনামলে বজায় রেখেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুমচর আসাদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সদর (পশ্চিম) উপজেলা শ্রমিক দল এ আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘নানা প্রতিকূলতার মুখে বাংলাদেশে শ্রমিক সংগঠন অনেক অবহেলার শিকার হয়েছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল এবং আছে। আন্দোলন সংগ্রামেও শ্রমিকদের ভূমিকা ছিল।’

বিজ্ঞাপন

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘বিএনপি সরকারের আমলেই শ্রমিকদের মঞ্জুরী কমিশন, বেতন, উৎসব বোনাস, কর্মঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে।’

সম্মেলনে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম ভূঁইয়া মিজান, বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন ও ইউছুফ আলী প্রমুখ।

সারাবাংলা/এসআর/এইচআই

আবুল খায়ের ভূঁইয়া জিয়াউর রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর