ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্তের ভয়াবহতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এতে বাড়ছে মৃত্যুর মিছিলও। সদ্য বিদায়ী মাস সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহতার বিশ্লেষণ করলে এমনটাই দেখা যায়। গ্রাম থেকে শহর সর্বত্র প্রকট আকারে হানা দিচ্ছে ডেঙ্গু। সেপ্টেম্বর অর্থাৎ একমাসেই দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৫ হাজার ৮৬৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা যায় ১২২ জন, যা সেপ্টেম্বর শেষে ৭৬ বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে। এছাড়া আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ছিল ৩১ হাজার ৪৭৬ জন, যা সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩৪২ জনে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় ৮০ জন। আর ওই মাসটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৮ হাজার ৯৭ জন।
এদিকে, ২০২৪ সালের জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৯ জন এবং ওই মাসে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়। আর ওই বছরের আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৬ হাজার ৩২৪ জন এবং মারা যায় ২৬ জন। এছাড়া, গত বছরের এই সময়ে অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয় ১২ হাজার ৮৪১ জন এবং মৃত্যু হয় ৮৩ জনের।
২০২৫ সালের ডেঙ্গুর পরিস্থিতিতে দেখা গেছে ভিন্ন চিত্র। গতবছরের চেয়ে এবার ডেঙ্গুর সংক্রমণ দিগুণের চেয়ে বেশি এবং মৃত্যুও প্রায় দিগুণ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ২০২৫ সালের আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয় ১০ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয় ৩৯ জনের। আর চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুর সংক্রমণ প্রকট আকার ধারণ করে। এই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ১০ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু হয় ৪১ জনের। এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের।
২০১৪ ও ২০২৫ সালের বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, গতবছরের চেয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬৩৫ জন বেশি। আর এই সময়ে মৃত্যুর সংখ্যাও বেশি ৩৯ জন। আর ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় নারীদের তুলনায় পুরুষদের সংখ্যা অনেক বেশি।