Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ২৬০টি প্যাথেড্রিন ইনজেকশনসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ০৮:২৯

আটক লাবনী খাতুন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ২৬০টি প্যাথেড্রিন ইনজেকশনসহ এক নারীকে আটক করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক লাবনী খাতুন (৩০) একই উপজেলার জয়রামপুর গাতিরপাড়ার লাভলুর মেয়ে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) এএসআই তোরগুল হাসান সোহাগ ও আরিফুল ইসলাম এবং মোত্তালেব হোসেন মাদকবিরোধী অভিযান চালিয়ে লাবনী খাতুনকে ২৬০টি প্যাথেড্রিন ইনজেকশনসহ আটক করে।

বিজ্ঞাপন

আটক লাবনী খাতুনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এনজে

ইনজেকশন নারী আটক