ঢাকা: দেশের চারটি সমুদ্রবন্দর থেকে সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৪ অক্টোবর) সকালে দেওয়া সর্বশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে এখন আর কোনো সতর্ক সংকেত কার্যকর নেই। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাসও দেওয়া হয়েছে।
এর আগে, সামুদ্রিক পরিস্থিতির কারণে বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা নামিয়ে নেওয়া হলো।