ঢাকা: রাজধানী ঢাকার বায়ুদূষণে অবশেষে কিছুটা স্বস্তি এসেছে। আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ তালিকায় দেখা গেছে, গত কয়েকদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষ ১০-এর মধ্যে থাকা ঢাকা আজ শনিবার (৪ অক্টোবর) নেমে এসেছে ৩২তম স্থানে।
শনিবার সকাল ১১টার তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ৬৮, যা মাঝারি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এর অর্থ, রাজধানীবাসী অন্তত আজ কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস নিতে পারবে।
মাত্র এক সপ্তাহ আগেও ঢাকার একিউআই ছিল ২০০-এর ওপরে, যা ‘অসাস্থ্যকর’ থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছিল। তখন রাজধানী বারবার শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় উঠে আসছিল।
পরিবেশবিদরা বলছেন, সাম্প্রতিক কয়েকদিনে ঢাকায় হালকা বৃষ্টি ও বাতাসের প্রবাহ দূষিত কণা ছড়িয়ে দিতে সহায়তা করেছে। এতে বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। এছাড়া চলমান ছুটির কারণে রাস্তায় যানবাহনও তুলনামূলক কম ছিল, যা স্বস্তির আরেকটি কারণ।