Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন পর ভোমরায় আমদানি রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১২:৪০ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৫:৫৩

ভোমরা স্থলবন্দর।

সাতক্ষীরা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবার আমদানি-রফতানি শুরু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা আহবানে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ভোমরা বন্দরের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ রাখা হয়। শুক্রবার (৩ অক্টোবর) সরকারি ছুটির পরে আজ থেকে ভোমরা বন্দরের সব ধরনের আমদানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. রাসেল হাসান বলেন, পূজায় পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেক পোষ্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ঘোজাডাঙ্গা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ রাখে। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা শুল্ক (কাস্টমস) দফতর সচল থাকার পাশাপাশি বন্দরের আভ্যন্তরীণ খালাস প্রক্রিয়া চলমান ছিল। আজ থেকে ভোমরা স্থল বন্দরের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে। ফলে পুনরায় কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর