Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন নুর

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১২:৫৮ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৫:৫২

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৪ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নুর।

এর আগে, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান নুরুল হক নুর।’

উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ডাকসুর সাবেক ভিপি নুর। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

বিজ্ঞাপন

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। দেশে চিকিৎসার পর পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর