Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৪:১৭

বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আলফাডাঙ্গা উপজেলা কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী। এছাড়া আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের চারজনকে গ্রেফতার করে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনি আমিন। এ মামলায় বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্বল হোসেনকে মারধর করে আহত করার অভিযোগ আনা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া, ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। এরা দুজনেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। শামসুদ্দিন মিয়া’র পক্ষে আলফাডাঙ্গায় নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন।

সম্প্রতি, খোশবুর রহমান খোকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে নাসির গ্রুপের লোকজন। এই বিষয়কে কেন্দ্র করে নাসির গ্রুপের বোয়ালমারী উপজেলা সাবেক ছাত্রদল নেতা বনি আমিনের ওপর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারে খোকন গ্রুপের লোকজন হামলা চালায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে নাসির গ্রুপের আরেক সমর্থক উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেএম উজ্জ্বলের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। এ ঘটনায় দায়ের করা অভিযোগটি শুক্রবার রাতেই থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

৪ নেতাকর্মী গ্রেফতার বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি মামলা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর