Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে বাসে গুলি-আগুন: মূল হোতাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৫:৪১

মূল হোতা নেছার ও তার সহযোগী দীপু।

ঢাকা: রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহণের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুন দেওয়ার ঘটনায় মূল হোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে এই তথ্য জানা গেছে।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার পর আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জানা যায়, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/ইআ

বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর