হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর শনিবার (৪ অক্টোবর) থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। ফলে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারপত্র।
শনিবার দুপুর ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম।
হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দুর্গা পুজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আজকে শনিবার (৪ অক্টোবর) যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।