Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৫:৫০ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৭:৩৮

পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম। ছবি: সংগৃহীত

হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর শনিবার (৪ অক্টোবর) থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। ফলে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারপত্র।

শনিবার দুপুর ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম।

হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দুর্গা পুজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আজকে শনিবার (৪ অক্টোবর) যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর