কসবা: রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে কসবা পৌর মুক্তমঞ্চে পৌর বিএনপির একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ ও সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার এবং জেলা বিএনপির সদস্য মো. আবু হানিফ।
এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, যুবদল নেতা মেহেদী হাসান রুবেল, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমূখ।
এর আগে শনিবার সকালে কসবার গোপীনাথপুরে এবং পরে কাইমপুর এলাকায় পৃথক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মুশফিকুর রহমান।
পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা চায় না ভারত। আমরা বাংলাদেশের মানুষ সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্য কোনো দেশ এসে এখানে মাতব্বরি করবে-তা কাম্য নয়। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না।’

পথসভায় বক্তব্য দিচ্ছেন মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, ‘আমরা যেমন ভারতের জনগণকে ভালোবাসি, তারাও যেন আমাদের ভালোবাসে। এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যাতে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়।’
পথসভা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসাধারণের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন মুশফিকুর রহমান।