সিলেট: সাদাপাথর ও বালু লুটপাটে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কৃষি ব্যাংকের নিচ থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আলফু উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
আটকের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, গ্রেফতার হওয়া আলফু চেয়ারম্যানকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে কাজী আব্দুল ওয়াদুদকে সাদাপাথর ও বালু লুটপাটে তার জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুদকের তালিকাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।