Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোর গ্যাং লিডার পিচ্চি পিন্টুর নির্দেশে মিরপুরে বাসে গুলি-আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২০:৪৩ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২২:০৫

শুক্রবার রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা -(ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: চাঁদা না দেওয়ায় মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার পিচ্চি পিন্টুর নির্দেশে রাজধানীর সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে গুলি ও আগুন দেওয়ার ঘটনা ঘটানো হয়েছে। আর ওই ঘটনায় সেদিন বাসে তিনটি গুলি করেন মো. নেছার উদ্দিন (৩৮)।

শনিবার (৪ অক্টোবর) সন্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ সিগন্যাল ব্যাটালিয়ন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মেজর সাদিক আহসান।

তিনি বলেন, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার পর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার আল-হেলাল হাসপাতালের সামনে আলিফ পরিবহনে অস্ত্রধারী কয়েকজন অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনা ঘটায়। এ ঘটনায় আলিফ পরিবহনের পক্ষ থেকে কাফরুল আর্মি ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মেজর সাদিক আহসান বলেন, ৩ থেকে ৪ মাস ধরে মো. নেছার উদ্দিন ও পিচ্চি প্রিন্টু আলিফ পরিবহন কোম্পানির কাছে মুঠোফোনে এককালীন ৫ লাখ ও প্রতি মাসে ১ লাখ করে চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদা প্রদান না করায় নেছার উদ্দিন ও তার ৩ থেকে ৪ জন সশস্ত্র সহযোগীসহ আলিফ পরিবহনের বাসটি থামিয়ে বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে চালক ও হেলপারকে মারধর করে এবং পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা একটি পিস্তল থেকে বাসটিকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্ত্রাসীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। পরে ওইদিনই রাত ১১টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে নেছার উদ্দিন ও তার এক সহযোগী মোঃ জাহিদুর রহমান দিপুকে (৪২) গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এই গ্রুপটি তাদের চাঁদাবাজী কার্যক্রম মোহাম্মদপুর থেকে পরিচালনা করে। তারা মিরপুর এলাকাতেও তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা চালিয়ে আসছিল। প্রধান আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের দলের নেতা পিচ্চি পিন্টুকে গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর

পিচ্চি পিন্টু মিরপুরে বাসে গুলি-আগুন