Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতা ব্যারিস্টার আহসান হাবিব গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২১:০৩ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২১:০৪

ব্যারিস্টার আহসান হাবিব। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।‎

শনিবার (৪ অক্টোবর) ভোরে ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আজ ভোরে তাকে ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

বিজ্ঞাপন

আহসান হাবিবের আইনজীবী সারোয়ার হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করে বলেন, ‘বারবার থানায় গেলেও তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি আটকের কারণও জানায়নি। অথচ সংবিধানে বা সিআরপিসিতে তার এ অধিকার রয়েছে। একজন ফেলো ব্যারিস্টার গুলশান থানা কর্তৃক গ্রেফতার হয়েছে। রাত ৩টায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি, শেষ পর্যন্ত ৫টা ৩০ মিনিটে গ্রেফতার। তিনি কি দুর্ধর্ষ সন্ত্রাসী না ডাকাত, যে গভীর রাতে তাকে গ্রেফতার করতে যেতে হবে? মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। তথাকথিত ক্ষমতাসীন সাবেক শ্বশুরের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ ঘটনা।’

তিনি বলেন, ‘আপিলেট ডিভিশনের নির্দেশনা রয়েছে যে, কেউ গ্রেফতার হলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিতে হবে। আইনজীবী থানায় গেলে তাকে যথাযথভাবে রিসিভ করে তার মক্কেলের সঙ্গে পরামর্শ করার সুযোগ করে দেওয়া পুলিশের আইনগত দায়িত্ব। কিন্তু পুলিশ তো এই আইন মানে না। কে পুলিশকে এই আইন মানতে বাধ্য করবে। পুলিশ তো মূলত চলে রাজনৈতিক নির্দেশনায়। একজন সুপ্রিম কোর্ট আইনজীবী ও ব্যারিস্টারের ক্ষেত্রে যদি হয় এই অবস্থা, তাহলে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

আওয়ামী লীগ নেতা গ্রেফতার ব্যারিস্টার আহসান হাবিব সন্ত্রাসবিরোধী আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর