খুলনা: খুলনার ডুমুরিয়ায় পিকআপের ধাক্কায় সেনাউল হক (৫২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেনাউল হক চাঁপাইনবাবগঞ্জের নয়াদিয়াড়ি এলাকার বাহার আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন জানান, ‘দুর্ঘটনার সময় বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুকনগরগামী একটি মিনি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক পিকআপ চালক স্বদেশ শীলকে আটক করেছে। পিকআপ জব্দ করা হয়েছে।’