ঢাকা: বায়ু দূষণের দিক থেকে বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে পরিচিত ঢাকা এবার কিছুটা স্বস্তির খবর দিয়েছে। আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর সর্বশেষ ৫ অক্টোবরের তালিকা অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ৭৪, যা ‘মধ্যম’ পর্যায়ে পড়ে। এর ফলে বিশ্ব শহরগুলোর দূষণ সূচকে ঢাকার অবস্থান এখন ২৪তম।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার একিউআই ১৬৫ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বায়ু মান। এর পরেই রয়েছে ম্যানিলা (১৫০), জাকার্তা (১৪৫) এবং হ্যানয় (১৪৪)। তুলনামূলকভাবে ঢাকার বায়ু মান এখন অনেকটা ভালো অবস্থায় রয়েছে, যা মৌসুমি পরিবর্তন ও সাম্প্রতিক ভারি বর্ষণের প্রভাবে বায়ুমণ্ডলে ধূলিকণা ও ক্ষতিকর কণার ঘনত্ব কমে যাওয়ার ফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে পরিবেশবিদদের মতে, এ উন্নতি সাময়িক। শুষ্ক মৌসুম শুরু হলে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং ইটভাটার ধুলাবালির কারণে বায়ু দূষণ আবারও বেড়ে যেতে পারে। তাই তারা নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এবং নগর পরিকল্পনায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের ওপর জোর দিচ্ছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে মানে বায়ু ‘ভালো’, আর ১০০-এর বেশি মানে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর। ঢাকার বর্তমান মান যদিও তুলনামূলক ভালো, তবুও এটি এখনো নিরাপদ পর্যায়ে নয়।