Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১১:০৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৩:৫৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি হাবিবুর রহমান (৭০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে ওই বন্দিকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি কয়েদী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম আব্দুল আজিজ তালুকদার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর