Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১১:২৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১১:২৮

অপুর্ব চন্দ্র।

ঢাকা: পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপুর্ব চন্দ্র (২৬) নামের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা।

শনিবার দিবাগত রাত ২টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৩টার দিকেওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ভেতরে এক ছাত্র কোরআন শরীফ অবমাননার ঘটনা ঘটায়। এতে ক্ষুব্ধ হয়ে অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রকে গণধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই তাকে উদ্ধার করে। এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাতেই পুলিশ বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

কোরআন অবমাননা নর্থ সাউথের শিক্ষার্থী

বিজ্ঞাপন

মুশফিকের শততম টেস্ট মিরপুরে
৫ অক্টোবর ২০২৫ ১৩:১৬

আরো

সম্পর্কিত খবর