Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের জাতীয় কমিটির সদস্যসহ ৮ নেতাকর্মী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১২:১৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৩:৫১

প্রতীকী ছবি

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৫ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সদস্যসহ মোট আটজন নেতাকর্মীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর