কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আঙিনার দুটি মেহগনি গাছ ছুটির দিনে গোপনে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো সভা বা নিলাম ছাড়াই গাছ দুটি বিক্রি করে দেওয়া হয়। গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে উল্লেখ করেন স্থানীয়রা।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা অভিযোগ করে বলেন, এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের সম্পদ গোপনে বিক্রির অভিযোগ ছিল। গাছ কেটে বিক্রির ঘটনায় বিদ্যালয়ের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন ।
প্রধান শিক্ষক মজিবুর রহমান ঘটনার বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘টেন্ডার ছাড়াই গাছ কাটা হয়েছে এটা ঠিক আছে। তবে টাকাগুলো বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় করা হবে। এই নিয়ে প্রশ্ন করার কিছু নেই।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। এই বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলুন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, ‘ঘটনা সত্য হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘টেন্ডার ছাড়াই গাছ বিক্রি করা বেআইনি অভিযোগ প্রামানিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ‘বিধিবহির্ভূত কোনো কাজের ছাড় নেই। ঘটনা তদন্ত করে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’