ফ্রান্স: ‘সাংবাদিক সুরক্ষা’ আইন বাস্তবায়নে বিশ্বজনমত গঠনের কর্মসূচি হিসেবে শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্যারিসের এক হলরূমে ফ্রান্সের জাতীয় সংসদ সদস্য পুরিয়া আমির শাহি’র সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় প্রধান অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব সাত্তার আলী সুমন শাহ আলম। আয়োজক সংগঠনের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুল হক-এর সঞ্চালনায় মূল প্রবন্ধ রচনা করেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।
এ সময় নেতৃবৃন্দরা ‘ইউরো বাংলা প্রেসক্লাব’ কর্তৃক প্রকাশিত সাংবাদিকদের সুরক্ষার ৭ দফা প্রস্তাবনা বই আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। বাংলাদেশে ২৬৬ জন সাংবাদিককে হত্যা মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত ও বিভিন্নভাবে হয়রানি, মব সৃষ্টি করে হত্যা প্রসঙ্গ, সাগর, রুনিসহ সকল সাংবাদিকদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার জন্য উন্নত বিশ্বের সহযোগিতা কামনা করা হয়। এরই মধ্যে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার ও মিডিয়া ইউনিটকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত সুরক্ষাসহ ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ‘সাংবাদিকদের সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান, মানবাধিকার নেতা সেলিম আহমদ, জবরুল ইসলাম, সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক প্যানেল আলোচক ছিলেন এটিএন বাংলা’র ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলা’র সম্পাদক অধ্যাপক অপু আলম, নিউজ টুয়েন্টিফোরের ফ্রান্স প্রতিনিধ ফেরদৌস করিম, আমাদের কথার সম্পাদক লুৎফুর রহমান বাবু, মতামত পত্রিকার সম্পাদক মারুফ চৌধুরী অমিত, ফ্রান্স বিডি নিউজ ২৪ এর সম্পাদক সাইফুল ইসলাম রনি, অনলাইন অ্যাকটিভিস্ট রনি হাসান।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, শিহাব উদ্দিন, সিরাজ উদ্দিন ও তাওহীদ আহমদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাব এর অর্থ সম্পাদক আহমদ লুবেদ।