ঢাকা: জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় পার করছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে প্রক্রিয়াগতভাবে নিরপেক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে।
রোববার (০৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা হুমায়ূন কবির এবং বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পরিস্থিতি এবং মানবিক সমস্যার ওপর গুরুত্বসহ আলোচনা হয় বলে জানা যায়।
গোয়েন লুইস বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। আমরা চাই নির্বাচনি প্রক্রিয়ায় যেন সবাইকে অন্তর্ভুক্ত করা হয় এবং দেশের নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, রোহিঙ্গারা এখানে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জীবনযাপন করছে। এটি শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য নয়, বাংলাদেশ সরকারের জন্যও একটি বড় দায়বদ্ধতা। এ সমস্যার সমাধান ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে।’