Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেন্ডারিয়া স্টেশনের পাশ থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৪:২৪ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৫:২০

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় রেলস্টেশনের পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত (২৫) এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, গলায় ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি ধর্ষণের প্রাথমিক আলামতও পাওয়া গেছে।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশের কাঁদাযুক্ত জায়গা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে গেন্ডারিয়া থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

স্থানীয় ও পথচারী মো. রাজন জানান, সকাল পৌনে ৬টার দিকে তিনি রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক মানুষের ভিড় দেখতে পান। এগিয়ে গিয়ে দেখেন, কাঁদামাটির জমির ওপর ওই নারীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তার গলায় ও শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। স্থানীয় কেউই তার পরিচয় বলতে পারছিলেন না। পরবর্তীতে তারা থানায় খবর দেন।

বিজ্ঞাপন

এদিকে, গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আনাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গেন্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশে কাঁদাযুক্ত জমির ওপর থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায়, মুখমণ্ডল, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের অনেক আঘাত রয়েছে। পরবর্তীতে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এটি একটি হত্যাকাণ্ড। এ ছাড়া, তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতকদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

গেন্ডারিয়া স্টেশন তরুণীর গলাকাটা মরদেহ