Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা বৃষ্টিতে ক্রেতা শূন্য হিলি স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৪:৪২ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৫:৫১

ক্রেতা শূন্য হিলি স্থলবন্দর। ছবি: সংগৃহীত

হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি অঞ্চলে টানা এক সপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকালে থেকে সূর্যের দেখা না মেলায় দিনভর মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটেছে।

বৃষ্টি ও পানির কারণে হিলি বাজারের দোকানপাট খোলা থাকলেও ক্রেতাশূন্য পড়ে আছে। ব্যবসায়ীরা পার করছেন অলস সময়।

এ প্রসঙ্গে ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্ত থেকে দেশি-বিদেশি কসমেটিস সামগ্রী কেনাকাটার জন্য হিলি স্থলবন্দর বাজারে ক্রেতারা আসেন। কিন্তু, গত কয়েক দিন যাবত বৃষ্টির কারণে ক্রেতা শূন্য হয়ে পড়েছে এই বন্দর।

বিজ্ঞাপন

হিলি বাজারের কাপড় ব্যবসায়ী শরিফ মণ্ডল বলেন, বৃষ্টি আর পানির কারণে বেচাকেনা একেবারেই নেই। ক্রেতারা আসছে না, দিন কাটাচ্ছি বসে থেকে।

হিলি চারমাথা মোড়ের মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী রকি হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে বেচাকেনা অনেক কমে গেছে। বাইরে থেকে লোকই আসে না, ফলে দিন শেষে ক্ষতির মুখে পড়ছি।

হিলি হাট কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, টানা বৃষ্টিতে বাজারে মানুষের আনাগোনা কমে গেছে। ব্যবসা-বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বর্ষা মৌসুমের শেষ দিকে এমন বৃষ্টি স্বাভাবিক।

সারাবাংলা/জিজি

ক্রেতা শূন্য হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর