ব্রাহ্মণবাড়িয়া: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে মৌলিক সংস্কার ও বিচার কার্য সম্পন্ন হওয়ার আগেই যারা নির্বাচন আয়োজনের জন্য তাড়াহুড়া করছে, তারা ভারতের ভাষায় কথা বলছে। তিনি দাবি করেন, এ ধরনের তৎপরতা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ডা বাস্তবায়নের শামিল।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাজার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। জনগণের দাবি ছিল—মৌলিক রাজনৈতিক সংস্কার এবং গণহত্যাকারী ও লুটেরাদের বিচারের পরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কিন্তু, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সংস্কার ও বিচার শুরুর আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। দেশের জনগণ জানতে চায়, কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন।
তিনি আরও বলেন, গত ৫৩ বছর ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পালাক্রমে শাসনে জনগণ আজ বিপর্যস্ত। মানুষ এখন ইসলামভিত্তিক ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় একটি বিকল্প শক্তিকে দেখতে চায়। দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ সামসুল হক (সুমন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক গাজী নিয়াজুল করিম।