Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোর ব্যাংকিংয়ের জন্য অধিকাংশ ব্যাংক ভারতের ওপর নির্ভরশীল: গভর্নর

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৫:৩০ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৬:২৭

গভর্নর ড. আহসান এইচ মনসুর -(ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দক্ষ ব্যাংক ব্যবস্থাপনা এখন সময়ের বড় চাহিদা। কিন্তু বাংলাদেশে দক্ষ ব্যাংক ব্যবস্থাপনা গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ব্যাংক খাতে ভালো ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পাওয়া কঠিন হয়ে পড়েছে। দেশের অধিকাংশ ব্যাংক ‘কোর ব্যাংকিং সিস্টেম’-এর জন্য ভারতের ওপর নির্ভরশীল। এমতাবস্থায় আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

শনিবার (০৪ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গভর্নর বলেন, ব্যাংকারদের প্রশিক্ষণের জন্য দেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সবচেয়ে কার্যকর প্রশিক্ষণ হয় কর্মক্ষেত্রে। দুঃখজনকভাবে, ব্যাংক খাতে প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে যে বিনিয়োগ প্রয়োজন, সেই সক্ষমতা এখনো আমাদের সীমিত।

রাজনৈতিক প্রভাব ব্যাংক খাতের সুশাসনের অন্যতম বড় বাধা- এমন মন্তব্য করে তিনি বলেন, ঝুঁকি মূল্যায়নের আগেই অনেক ব্যাংক একই খাতে একযোগে ঋণ দেয়। এর ফলে ব্যাংকগুলো অপ্রয়োজনীয় ঝুঁকিতে পড়ে।

গভর্নর জানান, দেশের আর্থিক খাতের আকার এখন জিডিপির মাত্র ৫২ থেকে ৫৩ শতাংশ। অথচ চীনে তা ২০০ শতাংশের বেশি এবং ভারতে প্রায় ১০০ শতাংশ। এই অবস্থান আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।

সারাবাংলা/এসআর

গভর্নর ব্যাংক খাত