Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৭:০৪ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৮:০৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মাদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন পৌনে ৩ টার সময় ডিবি-গুলশান বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিকেতন এলাকায় অভিযান চালিয়ে বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ ঢাকা মহানগর এলাকায় আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তালেবুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর