Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ট্রলি উলটে হেলপার নিহত, আহত চালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৮:০০ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৯:৫২

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরা-যশোর সড়কে কাঠবোঝাই ট্রলি উলটে চালকের সহকারী অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫)।

রোববার (৫ অক্টোবর) দুপুরে কলারোয়া সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, কলারোয়ার দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রলি সাতক্ষীরায় আসছিল। এ সময় পথিমধ্যে ছয়ঘরিয়া এলাকায় এলে পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলি কাত হয়ে উলটে যায়। এতে ট্রলির ওপরে থাকা অসীম কাঠ চাপায় গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

এ ছাড়া ট্রলির চালক জাহাঙ্গীর আলমও আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে অসীমের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর