Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপি’র বিশেষ অভিযানে ১০ অপরাধী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৮:১০ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৯:৫১

-ছবি : ডিএমপি

ঢাকা: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

-ছবি : ডিএমপি

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ধানমন্ডি থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছে- মো. অমিত হাসান ওরফে রাব্বি (৩০) মো. আলী আকবর (৪২) মো. শফিকুর রহমান (৩০) সজিব সরদার (১৯) রাজিব তালুকদার (১৯) নূর মোহাম্মদ ওরফে বাপ্পি (১৯) মো. জিহাদ (১৯) মো. কাউছার (২৮) চাঁন মিয়া (২৫) ও মো. ওয়াসিম (২৪)।

বিজ্ঞাপন

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসআর

গ্রেফতার ডিএমপি বিশেষ অভিযান