Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপ ভর্তি ৪৫ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় ধরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৮:২৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৯:৫০

নরসিংদী: নরসিংদীতে পিকআপ ভর্তি ৪৫ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় আল মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের নোয়াদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আল মামুন (৩৮) মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত আজিজুর রহমানের ছেলে।

নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ‘পিকআপ ভ্যানের নিচের অংশে একটি চেম্বার তৈরী করে সেখানে বিশেষ কায়দায় ৪৫ কেজি গাঁজা মৌলভীবাজার থেকে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। জেলা গোয়েন্দা পুলিশ খবর পেয়ে পিকআপচালকসহ ভ্যানটি আটক করে। এসময় তল্লাশী চালিয়ে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা।’ এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

গাঁজা ধরা পিকআপ ভর্তি যাওয়া সময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর