Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপালে বিদ্যুতায়িত হয়ে সেনা সদস্যসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৯:৪৯

বাগেরহাট: জেলার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব।

পুলিশ ও স্থানীরা জানায়, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে অসাবধানবশত ধোপা হাসিব বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফও বিদ্যুতায়িত হন। পরে দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সেনা ক্যাম্পে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

তবে সেনা ক্যাম্পে যোগাযোগ করা হলে বলা হয়, আইএসপিআর এর মাধ্যমে এ সংক্রান্ত বিষয়ে প্রেসরিলিজ দেওয়া হবে।

সারাবাংলা/এসএস

নিহত বিদ্যুতায়িত রামপাল সদস্য সেনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর