সিলেট: সিলেট নগরীর শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিল থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখে পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মৃত গৃহবধূ শারমিন চৌধুরী (২৫) কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার মো. রাদিদের (২৮) স্ত্রী এবং সিলেটের গোয়াইনঘাট থানার আঙ্গারজুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা খবরটি পেয়েছি এবং পুলিশের একটি টিম এখন ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
পুলিশ নিহত গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে।