Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জে কৃষক হত্যা
যুবলীগ নেতা সোহেলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৯:৪১

ছবি: সংগৃহীত

বাগেরহাট:  জেলার মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খানের নেতৃত্বে হামলায় কালাম খান (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই লুৎফর খান। এ ঘটনায় সোহেল খানকে প্রধান আসামি করে মোট ১২ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাম খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

নিহতের ছেলে মিঠু খান জানান, ‘শনিবার (৪ অক্টোবর) রাতে ছোট জামুয়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে বাবা কালাম খান ও বড় চাচা লুৎফর খান চা পান করছিলেন। এ সময় সোহেল খানের নেতৃত্বে একদল লোক অতর্কিতে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চাচাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’

তিনি আরও জানান, আসামি সোহেল খানের বিরুদ্ধে মোরেলগঞ্জ ও পিরোজপুরের জিয়ানগর থানায় একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এসএস

নেতা বিরুদ্ধে মামলা যুবলীগ সোহেল