Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানদের হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২০:০৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ২২:২৩

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি তাই শুধুই নিয়ম রক্ষার। আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি অনিক।

এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের টি -২০ সিরিজে মাঠে নামে বাংলাদেশ।

শারজাহতে সিরিজের প্রথম দুই ম্যাচেই দারুণ দুটি জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আজ একই ভেন্যুতে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছেন জাকের আলিরা।

বিজ্ঞাপন

আজ বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। বিশ্রামে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। তার পরিবর্তে খেলবেন তানজিম সাকিব।

আফগান একাদশেও এসেছে এক পরিবর্তন। নুর আহমেদের পরিবর্তে খেলবেন বশির আহমেদ।

বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশঃ সাদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইস রাসুলি, আজমতউল্লাহ ওমরযাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), আবদুল্লাহ আহমদজাই,মুজিবুর রহমান, বশির আহমেদ।

সারাবাংলা/এফএম

টি-২০ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর