Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়নে ৮০ শতাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে: রাশেদ খান

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২১:২০ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ২২:২১

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ৮০ শতাংশ বিষয়ে ইতিবাচক ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চতুর্থ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ৮০ শতাংশ বিষয়ে দলগুলোর মধ্যে ইতিবাচক সমঝোতা হয়েছে। বাকি ২০ শতাংশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ঐকমত্য কমিশনের আছে।’

রাশেদ খান জানান, ‘একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এটি একটি বড় অগ্রগতি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দলের মধ্যে এখনও পূর্ণ সমঝোতা না হওয়ায় প্রক্রিয়াটি কিছুটা ধীরগতির বলে জানান তিনি। “সরকার তিনটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু সেই তিন দলকে এখনও এক জায়গায় আনা যাচ্ছে না।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনেই জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনা ও সিদ্ধান্তগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে হবে। তবেই জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।’

সারাবাংলা/এফএন/এসএস

ঐকমত্য জুলাই সনদ বাস্তবায়ন রাশেদ খান শতাংশ