Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৫ দিনে বৃষ্টির প্রবণতা কমবে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২২:২০

আগামী ৫ দিনে বৃষ্টির প্রবণতা কমতে পারে। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সপ্তাহের শেষভাগে কিছুটা বাড়তে পারে।

রোববার (৫ অক্টোবর) রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কিছু অংশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপ্তি ধীরে ধীরে কমে আসবে। তাপমাত্রায়ও থাকবে মৃদু পরিবর্তন। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সারাবাংলা/এফএন/পিটিএম

আবহাওয়া কমবে টপ নিউজ বৃষ্টির প্রবণতা