Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ ডিসিকে পেয়ে নবউদ্যমে কাবাডি দল

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২২:৫৯

ঢাকা: ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দল যাবে গোপালগঞ্জ।

কিন্তু বিপত্তি—আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়ালো। অবশেষে কোনো উপায় না দেখে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির দুই সদস্য শনিবার রাতে গেলেন ক্রীড়াপ্রেমী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে।

উনি শুনেই তাৎক্ষণিক পাশে দাঁড়ালেন, আর্থিক সহায়তার হাত বাড়িয়ে। ক্রীড়া সংগঠকদের আবেদনে তাৎক্ষণিক সাড়া দেওয়ায় জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করলেন তারা।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. জাকারিয়া ইমতিয়াজ আজ রবিবার বলেন, “ডিসি স্যার অনেক ভালো মানুষ। উনার সবকিছুই পজিটিভ। খেলাধুলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় সবকিছুই এখন সুশৃঙ্খলভাবে চলছে। এই বিষয়ে উনার অনেক অবদান আছে।
উনি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বরাদ্দের ব্যবস্থা করেছেন। দ্রুতই ফুটবল মাঠ সংস্কার হবে।”

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির ছাত্র প্রতিনিধি নুরুজ্জামান হাসান আজ বলেন, “আমাদের জেলা প্রশাসক যথেষ্ট আন্তরিক। তিনি আমাদের সঙ্গে বরাবরই স্নেহপূর্ণ আচরণ করেন। এছাড়াও আমরা সাধারণ জনগণ হিসেবেও যেকোনো যৌক্তিক দাবি নিয়ে উনার কাছে গেলে উনি সর্বোচ্চ চেষ্টা করেন তা রাখার জন্য।”

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দলকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার রাতে (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দুই দলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচার ও প্রসারে ক্রীড়ামুখী ও তারুণ্যবান্ধব এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। দেশীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়ন ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

সারাবাংলা/ইউজে/এসএস